হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধিঃ
সরাইলে সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় দুই ব্যবসায়িকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
আজ ৪ মে সোমবার সকাল ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল বাজারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা এ অভিযান পরিচালনা করেন। বাজারের ব্যাবসায়ী মা হোম হাউজ, ও বোরকা হাউজ এর মালিক দুই ব্যবসায়িকে দোকান খোলা রাখার দায়ে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা হয়।
অভিযান পরিচালনা কালে ফারজানা প্রিয়াঙ্কা বলেন সরকারি আইন অমান্য কারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।এ সময় সরাইল থানার আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।