আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

ফেনীতে আলোকিত সময় সম্পাদককে হত্যার হুমকি, থানায় জিডি

 

আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে আলোকিত সময় সম্পাদক সিদ্দিক আল মামুনকে হত্যার হুমকি দাতা আলমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। তিনি বলেন, ফেনীতে কোন সন্ত্রাসী ডাকাত ও ধর্ষণকারীর স্থান নাই। ইতোমধ্যে সকল অপরাধীকে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। সাংবাদিকদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আহবান জানান তিনি। এক্ষেত্রে তিনি সবসময় পাশে থাকবেন।
শনিবার ফেনীতে আলাউদ্দিন আহমেদ চৌধূরীর বাসভবনে টেলিমেডিসিন সেবার উদ্বোধন শেষে সাংবাদিকরা বিষয়টি অবহিত করলে তিনি এ কথা বলেন।

সম্প্রতি সোনাগাজী ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ও ডাকাতির ঘটনায় নিউজ করায় সিদ্দিক আল মামুনকে প্রাণনাশের হুমকি দিয়েছে স্থানীয় আআওয়ামীলীগ নেতা আলম।

উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ষষ্ঠ শ্রেণীর মাদরাসার ছাত্রীকে ধর্ষণ ও ডাকাতির ঘটনা নিউজ করার প্রেক্ষিতে আলোকিত সময় সম্পাদক সিদ্দিক আল মামুনকে স্ব-পরিবারে প্রাণনাশের হুমকি দেয় আলম। এ ঘটনায় সিদ্দিক আল মামুন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, সোনাগাজীর বিষ্ণুপুর এলাকায় গত এক/দেড় বছরে ১০টিরও বেশি ডাকাতি ঘটনা ঘটে। যার অধিকাংশই ঘটনার এলাকায় ধামাচাপা পড়ে যায় একশ্রেণীর কুচক্রী মহলের চাপে। এরমধ্যে পাঁচটি ঘটনা ঘটে ডাকাতি ও ধর্ষণের যার একাধিক ধর্ষণ ও ডাকাতির ঘটনায় মামলা হয়নি বিশেষ মহলের তদবিরে।

গত ২৩ এপ্রিল ষষ্ঠ শ্রেণীর মাদরাসার ছাত্রী ধর্ষণ ও ডাকাতির ঘটনায় তার সম্পাদিত আলোকিত সময়ে নিউজ প্রকাশিত হয়। এর জেরে হুমকি দেয়া হয় বলে তিনি দাবী করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ