আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং

পেকুয়ায় কর্মহীন জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ

দেলওয়ার হোসাইন, পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়ায় রাজাখালী ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় ৬৫দিন মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে মৎস্য আহরণে বিরত থাকা কর্মহীন ১হাজার ৭ সত ৩৬ জন নিবন্ধিত সমুদ্রগামী জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) সকালে রাজাখালী ইউনিয়ন পরিষদে উপকারভোগীদের মাঝে প্রথম ধাপে ৪২ দিনের জন্য জন প্রতি ৫৬ কেজি হারে ভিজিএফ ( VGF) চাল বিতরণ করা।

রাজাখালী ইউপির ২নং ওয়ার্ডের ইউপি সদস্য নেজাম উদ্দিন নেজুর তত্বাবধানে এই ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

এতে রাজাখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সিকদার বাবুল, রাজাখালী ইউপি সচিব আল আমিন, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার হোসেন, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য গোলাম রহমান, ১নং ওয়ার্ড ইউপি সদস্য নুরুল আলম, ৪,৫, ৬ নং ওয়ার্ড এর সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য ছাদেকা বেগম, রাজাখালী ইউপির গ্রাম পুলিশ সদস্যবৃন্দ, রাজাখালী ইউনিয়নের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল জিহাদি সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় রাজাখালী ইউনিয়নে ১হাজার ৭শত ৩৬জন নিবন্ধিত সমুদ্রগামী জেলেরা ভিজিএফ ( VGF) চাল পেয়ে উচ্ছ্বসিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ