আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আট ব্যবসায়ীকে জরিমানা

 

রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক: 

ঢাকা জেলার ধামরাইয়ে সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে এবং জনসমাগম ঘটিয়ে সামাজিক দুরত্ব বজায় না রেখে পণ্য বিক্রির অভিযোগে আট ব্যবসায়ীকে ১৪ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৩০শে এপ্রিল) ধামরাই উপজেলার কালামপুর হাটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার। দুপুর ১২টার দিকে এ অভিযান শুরু করলে হাট-বাজারের অধিকাংশ ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে যায়।
এ’বিষয়ে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অন্তরা হালদার বলেন, সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম ঘটিয়ে সামাজিক দুরত্ব বজায় না রেখে পণ্য বিক্রি করার অভিযোগে ও মুখে মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে আট ব্যবসায়ীকে ১৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। দেশের এ ক্রান্তিকালে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব থেকে মুক্ত থাকার জন্য এবং সরকারি নির্দেশ মেনে চলার জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ