আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সরাইলে সিএইচসিপি দের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি:

 

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলার ২১ জন কমিউনিটি হেল্থ কেয়ার পোভাইডার ( সিএইচসিপি) র মাঝে পিপিই, সার্জিক্যাল হ্যান্ড গ্লাবস, সার্জিক্যাল মাস্ক,স্বাস্থ্য সচেতনতা মূলক লিফলেট ও সাবান বিতরন করা হয়েছে।

আজ ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃ নোমান মিয়া উপজেলায় কর্মরত ২১ জন সি এইচ, সিপিদের মাঝে পিপিই, সার্জিক্যাল হ্যান্ড গ্লাবস, সার্জিক্যাল মাস্ক,স্বাস্থ্য সচেতনতা মূলক লিফলেট ও সাবান এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন মেডিকেল ট্যাকনোলজিস্ট, ( ইপিআই) মোঃ আল আমীন, স্বাস্থ্য পরিদর্শক মোঃ আবিদুল ইসলাম সহ ২১ জন কমিউনি হেলথ কেয়ার প্রোভাইডার।।

স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ করে উপজেলা সিএইচসিপি এসোসিয়েশন সভাপতি শেখ রাজিব আহমেদ ও সাধারন সম্পাদক মোকাররম আলী সোহেল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন করোনা ভাইরাস প্রতিরোধে বর্তমান প্রেক্ষাপটে করোনা যুদ্ধে আমরা নিজের জীবন বাজি রেখে সাধারণ মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আপ্রাণ চেস্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। সধারণ সম্পাদক মোকাররম আলী সোহেল আরোও বলেন দেশে এই প্রথম আমরা ডাঃ নোমান স্যারের প্রচেষ্টায় এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেলাম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ