আজ ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭টি প্রতিষ্ঠানকে জরিমানা

 

রনজিত কুমার পাল (বাবু)
ঢাকা জেলা প্রতিনিধি:

মঙ্গলবার (২৮শে এপ্রিল) ভোর ৫.০০ টা হতে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সদর উপজেলার জাগীর ও বাসস্ট্যান্ড আড়ৎ, শিবালয় উপজেলার টেপরা, নালী ও আরিচা বাজার, এবং হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে পরিচালিত অভিযানে অতিরিক্ত দামে আদা বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সাতটি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ১৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মানিকগঞ্জের কোথাও আদার কেজি ২০০ টাকার বেশি চাইলে প্রমাণ সহ অভিযোগ জানান ভোক্তা অধিকার মানিকগঞ্জ জেলা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জ।।

এছাড়া ও অভিযান চলাকালীন একজন ভোক্তা অভিযোগ জানালেন যে ঝিটকা বাজারের কনিকা মেডিকেল হল থেকে তিনি MRP ৫৫ টাকার ঔষধ ৬০ টাকায় কিনেছেন!!! অভিযোগ প্রাপ্তির ২০ মিনিটেই সেখানে পৌঁছে যায় ভোক্তা অধিকারের অভিযানিক দল। অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় ঐ ফার্মেসীকে জরিমানা আরোপ করা হয় এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযোগকারীকে প্রাপ্য জরিমানার ২৫% হিসেবে তাৎক্ষণিক ১,০০০ টাকা প্রদান করা হয়।।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান সমূহঃ
১. বুশরা ট্রেডার্স ২০০০টাকা ২. বিকাশ চন্দ্র স্টোর ১০০০ টাকা ৩. রাব্বি স্টোর ৩০০০ টাকা ৪. হাবিব স্টোর ২০০০ টাকা ৫. কুদ্দুস স্টোর ১০০০ টাকা
৬. নীলকমল স্টোর ২০০০ টাকা ৭. কনিকা মেডিকেল হল ৪০০০ টাকা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ