আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

জাবিতে ‘বিকৃত তথ্য প্রতিরোধ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘বিকৃত তথ্য প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা’র (ইউনেস্কো) বাংলাদেশ প্রতিনিধি ও ঢাকা অফিসের ইন-চার্জ ড. সুজান ভাইজ। তিনি ভুল ও বিকৃত তথ্য কীভাবে ব্যক্তি ও সমাজ পর্যায়ে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে তা তুলে ধরেন।

সমসাময়িক ও বাস্তবভিত্তিক উদাহরণের মাধ্যমে বিকৃত তথ্যের সৃষ্টি, বিস্তার এবং চিহ্নিত করার উপায় সম্বন্ধেও তিনি আলোকপাত করেন।

সেমিনারে, বিকৃত তথ্য ঘটিত ক্ষতির হাত থেকে সমাজকে সুরক্ষার উপায় নিয়ে আলোকপাত করেন অধ্যাপক ড. সাকিবা ইয়াসমিন।

দেশের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়নে ইউনেস্কো’র গুরুত্বপূর্ণ অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ফার্মেসী বিভাগের সভাপতি ও অধ্যাপক ড. মুহাম্মদ দিদারে আলম মুহসিন বলেন, ‘দেশে বিজ্ঞান নিয়ে গবেষণার ক্ষেত্রে যেসকল বাধা রয়েছে তা চিহ্নিত করে সমাধন করতে পারলেই দেশের গবেষণা খাত সমৃদ্ধ হবে।

আশা রাখি, বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে বিভিন্ন ডাটাবেস থেকে তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় সরঞ্জাম যোগানের ক্ষেত্রে আর্থিক সীমাবদ্ধতা নিরসনে ইউনেস্কো বরাবরের মতোই সহযোগিতা করবে।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ