আজ ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

রাজশাহীতে ভাইয়ের হাতে ভাই খুন

 

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কাচির আঘাতে বড় ভাই খুন হয়েছেন।ছোট ভাই দোলোয়ার (২৮) বড়ভাই রাসেল(৩০) উভয়ের পিতা নুর মুহাম্মদ । ঘটনা সূত্রে জানা যায়, জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সুইচগেট এলাকায় কথাকাটাকাটি শুরু হয় এক পর্যায়ে ছোট ভাই দেলোয়ার বড় ভাইয়ের রাসেল এর উপর কাঁচি দিয়ে আঘাত করে।
ইফতারির পর বিষয়টি জানাজানি হলে গোদাগাড়ী মডেল থানা পুলিশ বাড়িতে গিয়ে মৃত্যুদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: খাইরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন , ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। আর এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ