আজ ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সঙ্কটে দুর্ভোগ

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

পাইপ লাইনের গ্যাস সঙ্কটের কারণে দুর্ভোগে পড়েছেন চাঁদপুর শহরের বিভিন্ন এলাকার মানুষজন। গ্যাস না থাকায় অনেকের রান্নাঘরে চুলা জ্বলছে না। তাই পরিবারের জন্য রান্না করা কঠিন হয়ে পড়েছে।

চুলা জ্বলছে টিম টিম করে। অনেক এলাকায় চুলা জ্বলছে না বললেই চলে। বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত সঙ্কট তীব্র। ভুক্তভোগী পরিবারের কয়েকজন তাদের গ্যাস সমস্যার কথা ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন।

শহরের ব্যাংক কলোনীর বাসিন্দা জাফর আলী জানান, আবাসিক এ এলাকার মডার্ন স্কুলের উত্তর পশ্চিম কোণে তীব্র গ্যাস সঙ্কট চলছে।

মমিনপাড়া বহরদার বাড়ি রোডে ঠিক একই সমস্যা। জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও প্রাইমারী স্কুল শিক্ষক মাকসুদুল মাওলা।

অপরদিকে চাঁদপুর জেলা স’মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ খান জানান, তার এলাকা পুরাণবাজার লাগোয়া রামদাসদী গ্রামের শতাধিক পরিবার গ্যাসের সমস্যায় কষ্ট পাচ্ছেন।

উল্লেখিত স্থানের বাসিন্দারা এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চাঁদপুর কার্যালয়ের ব্যবস্থাপক জানান, জাতীয় গ্রীড থেকে গ্যাস সাপ্লাইয়ে সমস্যা হচ্ছে।
আমরা গ্যাস সঙ্কটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ অবস্থায় অবিলম্বে গ্যাস সঙ্কট দূর করে জনদুর্ভোগ লাঘব করা জরুরি হয়ে পড়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ