আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

সাভারে থেকে পালিয়ে গেল করোনা রোগী

 

নিজস্ব প্রতিবেদক

সাভারে এক ব্যক্তির নমুনা সংগ্রহের পর তার করোনা পজেটিভ হওয়ার পর থেকে ওই ব্যক্তি পালিয়ে গেছেন বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। এঘটনায় ওই করোনা রোগীর পরিচয় প্রকাশ করে তার সন্ধান চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা সায়েমুল হুদা।

জানা যায়, গতকাল ২৬ এপ্রিল রাতে সাভার সদর ইউনিয়নের সেলিম হোসেন নামে এক করোনা পজেটিভ রোগী পালিয়ে গেছেন বলে জানতে পেরে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল করিমের ছেলে শাহরিয়ার ইসলাম শরিফ।
পরে রাতেই পুলিশের একটি এ্যাম্বুলেন্স তাকে খুঁজতে এসে না পেয়ে ফিরে যাওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয় ওই ফেসবুক আইডিতে।

এঘটনায় দু:খ ও চরম হতাশা প্রকাশ করে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা ওই করোনা রোগীর রিপোর্ট নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দেন।

যেখানে তিনি লেখেন, যার পজেটিভ তাকে আমরা খুঁজে পাচ্ছি না, পুলিশ এলাকা লকডাউন করে রেখেছে, প্লিজ তাকে ধরিয়ে দিন, আমরা তাকে শাস্তি দেব না, সেবা দিব।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ