আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৩ ইং

ধামরাইয়ে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে সাভার হাইওয়ে পুলিশ। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় কোনো যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

নিহতের পড়নে ছিলো গেঞ্জি ও লুঙ্গি এবং তার একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন। এখনো নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। পরিচয় সনাক্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ