আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

চাঁদপুর সদরে ভোক্তা অধিকারের অভিযানে সাত প্রতিষ্ঠানকে জরিমানা

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে চাঁদপুরের ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৭ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড জরিমানা করা হয়েছে।
২৫ এপ্রিল শনিবার চাঁদপুর শহরের সর্ববৃহৎ পাইকারি আড়ত পুরাণবাজারে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনা এবং পরিচালক প্রশাসনের তত্ত্বাবধানে সহকারী পরিচালক নুর হোসেনের নেতৃত্বে চাঁদপুর পুরাণবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ বাজার অভিযান পরিচালনা করা হয়। উক্ত বাজার তদারকিতে চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য যাচাই করা হয়।

এসময় বিভিন্ন পণ্যের মূল্য বেশি রাখায় এবং মূল্য তালিকা না রাখায়, ৭টি প্রতিষ্ঠানকে ২১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ