আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই জানুয়ারি, ২০২৫ ইং

আশুলিয়ায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তরুণী গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধিঃ ঢাকার আশুলিয়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৩৮০ পিস ইয়াবাসহ সানজিদা আক্তার তুলি (২৩) নামের এক তরুণীকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে আশুলিয়ার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সানজিদা আক্তার তুলি আশুলিয়ার ডেন্ডাবর এলাকার মামুন নামের এক ব্যাক্তির স্ত্রী বলে জানা গেছে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক তরুণী দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলো বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী উপ-পরিদর্শক জাহিদুর ইসলাম জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার বলেন দীর্ঘ দিন ধরে সানজিদা ইয়াবা ব্যবসা করে আসছিলো। মাদক আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ