আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ঝিনাইদহের কালীগঞ্জে দুই-গ্রামের মধ্যে সংঘর্ষ আহতঃ১০

 

রুহুল আমিন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

 

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত পারশ্রীরামপুর ও আলাইপুর(আলুকদিয়া) গ্রামের মানুষের মাঝে সংঘর্ষ সংগঠিত হয়,ঘটনাটি ঘটে বুধবার বিকালে সিংদহ আমতলা বাজার সংলগ্ন স্কুল মাঠ প্রাঙ্গণে,গরু বিক্রির পাওনা টাকা আদায় নিয়ে উক্ত ঘটনা ঘটে বলে জানা যায়,এসময় সংঘর্ষের খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, সংঘর্ষ চলাকালীন সময়ে ৫/৬টি বাড়ি ভাঙচুর করা হয় এবং অন্তত ১০ জন আহত হয় আহতদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের ওয়ার্ড মেম্বার মোঃতৌহিদুল ইসলাম জানান গরু বিক্রির পাওনা টাকার জন্য উপজেলার আলুকদিয়া গ্রামবাসী সাথে পার্শ্ববর্তী পারশ্রীরামপুর গ্রামবাসীর বিরোধ সৃষ্টি হয়,মঙ্গলবার সকালে ওই বিরোধ কে কেন্দ্র করে একটা মিমাংসাও করেন তিনি,পরেদিন বুধবার বিকালে আলাইপুর (আলুকদিয়া) গ্রামের লোকজন পারশ্রীরামপুর গ্রামে গিয়ে একজনকে তুনে নিয়ে আসার জন্য জোরাজোরি করে এবং একপর্যায়ে কথা-কাটাকাটি এবং পালটা ধাওয়া শুরু হয়,একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রামবাসী,জানা যায় প্রায় এক থেকে দেড় ঘন্টা ধরে এই সংঘর্ষ চলে।
কালীগঞ্জ থানা অফিসার্স ইনচার্জ মোঃ মাহাফুজুর রহমান মিয়া জানান সংঘর্ষের সংবাদ পেয়ে তিনি টিম সহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং উভয় পক্ষের সংঘর্ষকারীরা পালিয়ে যায়, এখন পরিবেশ শান্ত, তবে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো অভিযোগ করা হয়নি তার কাছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ