আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ভাগ্নিকে কুপ্রস্তাব: মামার ১ বছরের কারাদণ্ড

 

মোহাম্মদ সুমন
বিশেষ প্রতিনিধি

টাঙ্গাইলে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের এর অপরাধে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত রাজিবুলের বাড়ি (২৮) সদর উপজেলার গালা ইউনিয়নে। সে ভুক্তভোগী ছাত্রীর মায়ের আপন ভাই।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই ছাত্রীর ছোটভাই অসুস্থ থাকায় চিকিৎসার জন্য গত কয়েকদিন ধরে তাকে নিয়ে হাসপাতালে থাকছেন তাদের মা। বাড়িতে কেউ না থাকায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে নানা বাড়িতে রেখে যান তিনি।
কিন্তু ছাত্রীর অভিযুক্ত মামা রাজিবুল প্রায়ই তাকে উত্যক্ত করতো এবং কুপ্রস্তাব দিতো।
বৃহস্পতিবার সকালে মেয়েটি মায়ের কাছে গিয়ে মামার বিরুদ্ধে অভিযোগ করে। সঙ্গে সঙ্গে তার মা হাসপাতালে বসেই জাতীয় জরুরি সহায়তা নম্বর ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেন।
তিনি প্রশাসনের সহায়তা চাইলে ৯৯৯ থেকে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানো হয়।
এ ব্যাপারে ইউএনও আতিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত রাজিবুলকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ