আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সাপলেজায় মধ্যে রাতে ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ

 

বিশেষ প্রতিনিধি: হাসিবুল হাসান ইমু

মধ্যরাতে সাধারণ জনগণের হাতে ম্যাজিস্ট্রেট অবরুদ্ধ। ত্রাণের চাল উদ্ধার এর নাম করে সাপলেজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মিরাজ মিয়াকে ষড়যন্ত্রমূলক হেয় প্রতিপন্ন করার জন্য ভুল তথ্য দিয়ে হয়রানির স্বীকার করেন।

ম্যাজিস্ট্রেট মহোদয় সাপলেজা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চড়কগাছীয়া প্রায় ২০টি ঘর তল্লাশি করেন। তল্লাশি করে তিনি কোন কিছুই পাননি। এই খবর অত্র এলাকার সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে পড়ার পরে সাধারণ জনগণ রাস্তায় নেমে আসে এবং রাস্তায় ম্যাজিস্ট্রেটকে অবরুদ্ধ করে রাখে।

ম্যাজিস্ট্রেট মহোদয় চেয়ারম্যানের কাছে বারবার দুঃখ প্রকাশ করে এবং রাস্তার উৎসুক জনতাকে সরিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। অবশেষে চেয়ারম্যান মহোদয় উৎসুক জনতাকে অনুরোধ করে রাস্তা থেকে সরিয়ে নেন এবং ম্যাজিস্ট্রেটকে যাওয়ার জন্য জায়গা করে দেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ