আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

শাহরাস্তিতে আইকন ফার্ণিচার শো-রুমে অগ্নিকান্ড, ক্ষতিগ্রস্হ প্রায় ৫০ লক্ষাধিক টাকা

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর জেলার শাহরাস্তি ঠাকুর বাজারে আজ সকাল ০৯ঃ৪৫ মিনিটে আইকন ফার্ণিচার শো-রুমে শট-সার্কিটের কারণে ভিতরে থাকা ভার্নিস তেজস্বী পদার্থ ও পত্রিকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি দমকল বাহিনী হাজির হয়ে প্রায় ১ঘন্টার প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এতে ফায়ার সার্ভিসের পাশাপাশি শাহরাস্তি উপজেলা স্কাউট ও রোভার স্কাউটের ১৩ সদস্যের একটি চৌকস টিম একযোগে কাজ করে।
পরে পুলিশ এসে সাধারণ মানুষ কে ঘর মূখি করে।
এতে শো-রুমের কোন ফার্ণিচার পোড়া না গেলেও পানিতে ভিজার ফলে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানান শো-রুমের মালিক।
তিনি বলেন, পানিতে ভিজার কারণে এ ফার্ণচারগুলো আর বিক্রির উপযুক্ত নই। তাই এতে ৫০ লক্ষাধিকের বেশি টাকার ক্ষতি সাধিত হয়েছে।
উল্লেখ থাকে যে উক্ত ভবনের ২য় তলায় ন্যাশনাল ব্যাংক ছিল যা অল্পের জন্য বেঁচে যায়।
এতে ব্যাংকের ম্যানেজার বলেন, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্কাউট সদস্য যেভাবে জড়িয়ে পড়েছে তাতে সবাই মুগ্ধ হয়েছে।
আমি মনে করি সরকার স্কাউটের প্রতি আরো গুরুত্বারূপ করা দরকার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ