বিশেষ প্রতিনিধি: হাসিবুল হাসান ইমু
সুন্দর থেকে পূর্বেই অবস্থিত বৃহত্তর মঠবাড়ীয়া থানা।
আজকে সকাল নাগাদ মঠবাড়ীয়া ৯নং সাপলেজা ইউনিয়নের কচুবাড়ীয়ার মিস্ত্রি বাড়িতে একটি হরিণ পাওয়া যায় ।
মিস্ত্রি বাড়ির বেলায়েত, দুলাল ও ফরহাদ এই চক্রটির কাছ থেকে চৌকিদারের মাধ্যমে ইউনিয়ন চেয়ারম্যান জনাব মিরাজ মিয়া হরিণটি উদ্ধার করেন।
জনাব মিরাজ মিয়া তিনি শ্বরনখোলার বগী এলাকার বন বিভাগের সাথে যোগাযোগ করেন। এবং পরবর্তীতে বন বিভাগের কাছে হরিণটি হস্তান্তর করেন।
কিন্তুু কচুবাড়ীয়া এলাকার বিভিন্ন মানুষের সাথে পরবর্তীতে কথা বলে জানা যায় তাদের কাছে আরো হরিণের মাংস রয়েছে। এবং এরাই এলাকায় বাঘ আসার গুজব রটিয়ে এই সব বন্য প্রাণী পাঁচার করে অবৈধভাবে অর্থ উপার্জন করেন বলে জানিয়েছেন।
বিষয়টি জনাব মিরাজ মিয়া শ্বরনখোলার বন বিভাগের কর্মকর্তার কাছে জানান এবং তারা বিষয়টি তদন্ত করে দেখবেন এবং এলাকাবাসীকে আশ্বাস দিয়েছেন বন বিভাগের কর্মকর্তা।