আজ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং

লক্ষ্মীপুরে বজ্রপাতে দুই কৃষক মৃত্যুবরন করেন

 

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধি:

 

বজ্রপাতে লক্ষ্মীপুরের দুই উপজেলায় শাহাজান সর্দার (৪৮) ও মো. কামাল (২৮) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০এপ্রিল) দুপুরে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে একজন এবং বিকেলে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নে আরেক জন কৃষকের মৃত্যু হয়।

নিহত কৃষক শাহাজান সর্দার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামের সর্দার বাড়ীর পান্জত আলী সরদারের ছেলে। অপর কৃষক মো. কামাল চর কাদিরা ইউনিয়নে আবদুল মতিনের ছেলে।

রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশি ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরাজি বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে আকাশে বজ্রপাত হয়েছে। এসময় চরকাছিয়া গ্রামের মেঘনা নদীর পাড়ে গরুর ঘাষ ভিজাতে গিয়ে বজ্রপাতে কৃষক শাহাজান সর্দারের মৃত্যু হয়। নিহতের পরিবারকে সহযোগিতার আশ্বাসও হয়েছে।

অপরদিকে কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জয়নাল আবদিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বিকেলে বিল থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলে কামাল নিহত হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ