আজ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ ইং

সরাইল উপজেলা ভাইস- চেয়ারম্যান আবু হানিফের শোক প্রকাশ

 

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

সরাইলের ফতেপুরের আব্দুজ জাহের মাস্টারের মৃত্যুতে সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফের শোক প্রকাশ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পাকশিমূল ইউনিয়নের ফতেপুর গ্রামের বিশিষ্ট ব্যাক্তিত্ত, পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুজ জাহের চলে গেলেন না ফেরার দেশে। আজ ১৯ এপ্রিল রবিবার রাত ৮.৩০ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন (ইন্ননিলালাহি ওয়া ইন্নইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘ দিন যাবত অসুস্থতায় ভোগছিলেন। মৃত্যকালে বয়স হয়েছিল প্রায় ৫০ বছর।তিনি স্ত্রী ও ৫কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

উনার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু হানিফ। বিবৃতিতে হানিফ বলেন আমি একজন শিক্ষক পরিবারের সন্তান। শিক্ষকের মরযাদা আমি বুজি। শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর। জাতীর এ কারিগরকে হারিয়ে সত্যিই আমরা অভাব গ্রস্থ। উনার অভাব অপূরণীয়। উনি একজন ভালো ও উদার এবং সকলের প্রিয় ব্যাক্তি ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ