আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

টাঙ্গাইলে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস :

১৫ ই অক্টোবর টাঙ্গাইলের কালিহাতীতে পৌলি নদীতে, বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত। নৌকা বাইচ উদ্বোধন করেন কালিহাতীর সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।

আরো উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, কালিহাতী আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার,কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা,

এলেংগার পৌর মেয়র নুরে আলম সিদ্দিকী ,সাবেক ব্যাংকার আওয়ামী লীগ নেতা আবু নাসের, এলেঙ্গা পৌরসভা প্যানেল মেয়র সুকুমার ঘোষ, কালিহাতী জয় কালী মন্দিরের প্রধান উপদেষ্টা গোবিন্দ সাহা, এ সময় নদীর দুই তীরে লাখো জনতার সমাগম ঘটে।

যমুনা সেতুর পূর্বপাড় এর হাফিজুর রহমান এর সাথে যোগাযোগ করলে জানা যায়। তাহার নৌকাটির দৈর্ঘ্য ৭৫ হাত এবং
মাঝির সংখ্যা ৬৫ জন।

সৃষ্টিকর্তাই জানে কে হবে এই নৌকা বাইচের প্রথম নৌকা। এপর্যন্ত কালিহাতী উপজেলা দশাকিয়া, গোয়ালিয়া বাড়ী যমুনার চর নৌকা এগিয়ে আছে।

জানা যায়, প্রথম পুরষ্কার মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার ফ্রিজ তৃতীয় পুরস্কার,৪২” এল ইডি টিভি। এবং বাইছে অংশগ্রহণকারী সব নৌকার মাঝিদের জন্য সান্তনা পুরস্কার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ