আজ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ ইং

গোদাগাড়ীতে  ভাইয়ের হাতে ভাই খুন

 

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে পারিবারিক কলহের জের ধরে মারামারির ঘটনায় ঘটে এতে ভাইয়ের হাতে ভাই খুন হয় । নিহত ব্যক্তির নাম মাইনুল ইসলাম (৫০) এছাড়াও মারামারি ছূটাতে গিয়ে পিতা মোঃ সাবদুল ইসলাম (৮০) ও ভাতিজা গুরুতর আহত হয়েছে। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসাধীন রয়েছেন।

রবিবার বিকেলে দেওপাড়া ইউনিয়নের মাংগনপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে মারামারির ঘটনায় নিজ ভাইয়ের হাতে মাইনুল ইসলাম (৪৫) তার বাবা সাবদুল ইসলাম ও ছেলে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক মাইনুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
দেওপাড়া ইউপি ৩ ওয়ার্ড সদস্য সৈয়দ আলী জানান,পারিবারিক পূর্বের জেরে মাইনুল ইসলামের ভাই হাসিবুল পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ করে পরে স্থানীয় ভাবে আমি সমাধান করার চেষ্টা করি, কিন্তু এতে কোন লাভ হয়নি। প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল বারী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে লাশ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ যানা যাবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ