আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

মনে মনে মেঘ

 

 

আনিসুর রহমান দিপু:

 

খুব দূরে যেতে নেই! হয়তো ‘মেঘ’ আজও জানে না
যতো দূরে থাকে মনের ততো কাছে ভীড়ে!
মেঘ আর আমি সেই দূরত্বে আছি, কাছাকাছি
তবুও মনের তরে মেঘ, মনের তলে মেঘ, মনেমনে মেঘ।

হৃদয় তৃষ্ণা মিঠে তারই মিঠাজলে! হয়তো ‘মেঘ’ আজও বুঝেনা
নগ্ন পাপে নয়! ভাবনা মাঝে তার জলে স্নান করি আমি,
সকাল-সন্ধ্যা পূজাতেতো এ জলের চাওয়াই চলে
তবুও মনের তরে মেঘ, মনের তলে মেঘ, মনেমনে মেঘ।

না বলা কথা বলি মনেমনে! হয়তো ‘মেঘ’ আজও শুনেনি
হারানোর ভয়ে কতো কথা বলিনা তার কানেকানে
কতো কথা না বলে লুকাই, কতো কথা উড়িয়ে দেই চঞ্চল বাতাসে
তবুও মনের তরে মেঘ, মনের তলে মেঘ, মনেমনে মেঘ।

সৃষ্টির মাঝে চিররঙিন শুধুই সে! ‘মেঘ’ হয়তো আজও জানেনা
ভাবনাতে তার কাছে যেতেই মুখ লুকিয়ে রংধনুযোগে সে বার্তা পাঠায়!
আরো কাছে গেলে বলে, জ্বলসে যাবে গাঁ তাপে! তাই সে দূরে রাখে
তবুও মনের তরে মেঘ, মনের তলে মেঘ, মনেমনে মেঘ।

অপেক্ষায় থাকি আপেক্ষিক উপেক্ষার! হয়তো ‘মেঘ’ আজও ভাবেনি
যতোটুকু ব্যাথার অপেক্ষা শেষে ভূমিতল ভিজে জলে!
যতোটুকু দূরত্বে থাকলে মনের সব ব্যাথা শুষে নিতে পারে সে!
তবুও মনের তরে মেঘ, মনের তলে মেঘ, মনেমনে মেঘ।

পুনঃ জন্মের পূর্বের পর্ব দেখে কাটে দিন! হয়তো ‘মেঘ’ আজও দেখেনি
কিছু না করে নিয়তি শুধু চুপটি করে তাকিয়ে দেখেই যায়
ইঙ্গিতেও সে বুঝায় না তাকে, মেঘের বর্ণ কৃষ্ণ দেখায় কেন?
স্বপ্নরূপেও দেখায় না তাকে, পূর্বের জনমের রাধা-কৃষ্ণের বর্তমান অবস্থান!
তবুও মনের তরে মেঘ, মনের তলে মেঘ, মনেমনে মেঘ।

কতো আগেই আপিল করে স্রষ্টার পরে স্থান দিয়েছি! হয়তো ‘মেঘ’ আজও বুঝেনি
অপবাদের ভয়ে ভেঙে বলিনা ‘ভালোবাসি’, যিদিও মন সদা তার জিকেরে মগ্ন
এ ভয়েই আজও ‘ভালোবাসি’ বলা থেকে এতো দূরে থাকি, যতো দূরত্বে আকাশ-মাটি অবিচ্ছেদ
তবুও মনের তরে মেঘ, মনের তলে মেঘ, মনেমনে মেঘ।

লেখক-
মোঃ আনিসুর রহমান দিপু
সাংবাদিক ও লেখক

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ