হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ নাজমুল আহমদ।
১৯ এপ্রিল রবিবার দুপুরে তিনি এ থানার দায়িত্বভার বুঝে নেন। এরআগে বিদায়ী ওসি সাহাদাত হোসেন টিটো আনুষ্ঠানিক বিদায় নেন।
নবাগত ওসি নাজমুল আহমদ এর আগে সার্কেল অফিসে কর্মরত ছিলেন। নতুন কর্মস্থলে দায়িত্বপালনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
গতকাল শনিবার দেশবরেণ্য আলেম, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব আল্লামা জুবায়ের আহমেদ আনসারীর জানাজার নামাজে বিপুল জনসমাগম ঠেকাতে না পারার অভিযোগে সরাইল থানার ওসি সাহাদাত হোসেন টিটো, সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানা ও সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হককে প্রত্যাহার করে পুলিশ সদর দফতর।