আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

বরিশালে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন্দ্রে যখন মদ বিক্রি

 

খান ইমরান:

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অফিসে বসে মদ বিক্রি করার সময় ছবি তুলতে গিয়ে হামলার ও মারধরের শিকার হয় বাংলাভিশন টিভির বরিশালের ক্যামেরাম্যান।

যাকে দিয়ে ভুত ছাড়াবেন তাকেই ভুতে ধরছে। কোন সমাজে আজ বসবাস করছি। প্রতিদিন এভাবে সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছে। আইনের কাছে বেআইনি কর্মকান্ড জাতি হতাশ! সাংবাদিক নির্যাতন বন্ধ করুন দয়া করে। আর কত সাংবাদিক এভাবে অপরাধীদের কাছে মারধরের শিকার হলে সাংবাদিকদের নিরাপত্তার জন্য কঠোর আইন পাশ হবে?

বাংলাদেশে সকল সাংবাদিক ভাইদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি এবং অধিকার আদায়ের জন্য মাঠে নামুন তেলবাজি ছাড়ুন। নইলে পিটের চামড়াও থাকবে না। আজ অপরাধীরা খুব বেপরোয়া, কলম চলবে একমাত্র সত্য প্রকাশে। আমাদের সাংবাদিক নেতারা মুখ বন্ধ করে আছেন। টানা অনশন দিন সকল মিডিয়ার খবর বন্ধ করে দিন যতদিনে সাংবাদিকদের নিরাপত্তার জন্য আইন পাশ না হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ