আজ ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মে, ২০২৪ ইং

নার্সারির আড়ালে গাঁজাচাষ,অবশেষে র‍্যাবের হাত আটক গাঁজাচাষী

সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার প্রতিনিধি :

সামনে বিভিন্ন ফলের চারাগাছ দেখে মনে হবে এটি একটি নার্সারি। কিন্তু ফলের চারাগাছের আড়ালে সারি সারি গাঁজার চারা।

একটু বড় হলেই সরিয়ে নিতেন অন্য জায়গায়। এভাবেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বছরের পর বছর প্রায় আড়াই একর পাহাড়ি জমিজুড়ে গাঁজার চাষ করে আসছেন এক ব্যবসায়ী।

তবে শেষ রক্ষা হয়নি তার। অবশেষে রোববার রাতে র‍্যাবের জালে ধরা পড়েছে এই গাঁজা চাষী।

ঘটনাটি কক্সবাজারের চকরিয়ার পূর্ব কাকারার বাদশার টেক এলাকায়। আটক গাঁজা চাষীর নাম জাকের হোসেন। তিনি স্থানীয় জাফর আলমের ছেলে।

প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজার চারা ও গাছ জব্দ করে র‍্যাব-১৫। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন এই তথ্যটি জানায়।

জাকের হোসেনের মত ছদ্মবেশে গাঁজা চাষ করা মাদক কারবারীদের খুঁজে বের করার দাবী সচেতন মহলের।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ