আজ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং

সরাইলে এক শিক্ষকের করোনা পরিস্থিতিতে বোর ধান তোলা নিয়ে অনুভূতি

 

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :

 

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল বহুমূখী উচ্ছ বিদ্যালয়ের অবঃ শিক্ষক দিলীপ মল্লিকের করোনা পরিস্থিতিতে বোর ধান তোলা নিয়ে তার অনুভূতি ফেইসবুক স্ট্যাটাস থেকে হুবহুব তুলে ধরা হলো।বোর ধান বাংলাদেশের প্রধান ফসল। ভাটি এলাকার একমাত্র ভরসা,এ সোনার ধান। প্রকৃতি দয়ার ফসল বোর ধান। অনুকূল আবহাওয়ায় সোনার ফসল, ঠাই নাই, ঠাই নাই অবস্থা। প্রতিকূলতায় চাষির হাতে ভিক্ষার ঝুলি।বোরধান উৎপাদন খুব পরিশ্রমের কাজ। কথায় আছে, যার আছে নাতিপতি সে করুক বোর ক্ষেতি।পৌষ মাস থেকে একটানা জৈষ্ঠ মাস কৃষকের কায়িকমানুষিক পরিশ্রমে দেহ দূর্বল হয়, দেহ কালো রং ধারণ করে। প্রখর রোদে কাজ করার ফলে আমাশয়,ডাইরিয়া,জ্বর কাশিতে ভুগতে হয়।বোর ধান সংগ্রহে প্রচুর অপচয় হয়। ধান কাটির পর মাঠ থেকে বাড়িতে আনা,মাড়াই করা সনাতন পদ্ধতিতে হওয়াতে খুব লোকসান হয়।তখন শ্রমিকের অভাব এবং পারিশ্রমিক বেশী থাকায় কৃষক সময় মত ধান কাটতে
পারে না। বতর্মানে বাংলাদেশ সহ পৃথিবী করোনা ভাইরাসে আক্রান্ত। দেশে লকডাউন চলছে। এদিকে বোর ধান কাটার সময়, শ্রমিকের অভাব,টাকার অভাবে কষৃক পাগল প্রায়। বর্তমান সরকারের শক্তিশালী পদক্ষেপই পারে কৃষকের মুখে হাসি
ফুটাতে, এ আশা নিয়ে থাকা ছাড়া আর কোন উপায় নাই।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ