আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৩ ইং

ধামরাই বাজারে ভাই- ভাই ষ্টোরে আগুন

 

রনজিত কুমার পাল (বাবু)
ঢাকা জেলা প্রতিনিধি:

ঢাকা জেলার ধামরাই পৌর শহরের বাজারের ভাই ভাই ষ্টোরে হতাৎ করে আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন এসে আগুন নিভানোর কারণে ধামরাই বাজারের ব্যবসায়ীরা বিরাট ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) রাত সোয়া আটটার দিকে ধামরাই বাজারের মোঃ সবুজ মিয়ার মালিকানাধীন মুদি- মনোহারী দোকানে হতাৎ করে আগুন লেগে আগুনের লেলিহান শিখা দেখতে পায় প্রতিবশীরা সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দিয়ে নিজেরাই চেষ্টা করে এতে তারা আগুন নেভাতে সফল হয়। আগুন নিভানোর কিছু সময় পরেই ফায়ার সার্ভিসের দমকল বাহিনী খুব দ্রুত ঘটনাস্হলে পৌঁছায়, পূর্বেই উপস্থিত সবাই আগুন নিভানোর উদ্যোগ করে আগুন নিভায়। এতে ধামরাই বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতির হাত থেকে অল্পের জন্য রক্ষা পায়।
এ’সময় ধামরাই থানা টহল পুলিশের একটি গাড়ি সার্বিক সহযোগিতা করেন। উক্ত আগুন লাগার কারন হিসেবে বৈদ্যুতিক সার্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ