আজ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৩ ইং

নবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ২১জনের নমুনা সংগ্রহঃ নতুন করে আরো ২জনের করোনা সনাক্ত

 

দোহার নবাবগঞ্জ প্রতিনিধিঃ

আজ বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে মোট ২১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়। গোবিন্দপুর গ্রামে অবস্থিত আল-সামাদ মেমোরিয়াল কমিউনিটি ক্লিনিকে উপস্থিত হয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের একটি টিম আশেপাশের সন্দেহভাজন (করোনাভাইরাস) ৫ জনের নমুনা সংগ্রহ করে সেইগুলি পরীক্ষায় জন্য আইইডিসিআর এ প্রেরন করেন এবং তাদের প্রত্যেককে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করেন।
এদিকে নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর, শোল্লা, বাহ্রা ও চূড়াইন ইউনিয়ন থেকেও মোট ১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। গত ২৪ ঘন্টায়। নবাবগঞ্জ আরো ২জনের দেহে করোনা সনাক্ত হয়। এ নিয়ে মোট ৫জনের দেহে করোনা সনাক্ত হয়। এ তথ্যটি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ