আজ ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং

জাবিতে বিশ্ব আদিবাসী দিবস পালিত

জাবি প্রতিনিধি,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে র‍্যালি বের করে জাবি ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

র‍্যালি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শেষে শহীদ মিনারে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

সভায় জাবি ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য জয়ন্ত ত্রিপুরার সঞ্চালনায় সভাপতি আর কে এল মংপা বম বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, ‘জাতিসংঘে আদিবাসীদের অধিকার ঘোষণার পরও বাংলাদেশে বসবাসরত আদিবাসীর স্বাস্থ্য, জীবনমান, অর্থনৈতিক ও রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত হচ্ছে না।

আদিবাসীদের জমি অনৈতিকভাবে দখল করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় আদিবাসীদের ওপর জুলুম-নির্যাতন করা হচ্ছে।

আদিবাসীদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করার পাশাপাশি জমি দখল, জুলুম নির্যাতন বন্ধ করার ও সাংবিধানিকভাবে স্বীকৃতি চায় ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন।

ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, পাহাড় শান্তির জায়গা, ওখানে যারা বসবাস করে তারা সহজ সরল।

বার বার রাষ্ট্র কর্তৃক ক্ষুদ্র নৃগোষ্ঠী বলে আদিবাসীদের ছোট করা হচ্ছে। আজকের সমাবেশে একটাই দাবি থাকবে আদিবাসী জনগণকে স্বীকৃতি দিতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ