আজ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১১ই জুন, ২০২৩ ইং

পাঁচতলা  থেকে দেওয়াল পড়ে নিহত ১

 

নিজস্ব প্রতিবেদক

আশুলিয়ায় নির্মাণাধীন পাঁচ তলা ভবন থেকে ধসে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে সাব্বির হোসেন (২০) নামে এক রিকশা চালক নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার(১৫ এপ্রলি) দুপুরে আশুলিয়ার দক্ষীন গাজিরচট এলাকার অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার গিয়াস উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন শেরপুর জেলার সদর থানার সামির উদ্দিনের ছেলে সে বর্তমানে পশ্চিম ডেন্ডাবর এলাকায় ভাড়া বাসায় থেকে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল।

এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) মো. রকিবুল হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, আজ দুৃপুরে ঝড়ের সময় ওই ভবনের নিচে যাত্রীর জন্য অপেক্ষায় বসে থাকা রিকশা চালকের উপর নির্মাণাধীন পাঁচ তলা ভবন থেকে দেওয়াল ধ্বসে পরে। এসময় রিকশা চালক সাব্বির হোসেন ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনার পর থেকে নির্মাণাধীন বাড়ির মালিকসহ তার পরিবারে সব লোকজন পলাতক রয়েছে। নিহতের পরিবারে লোকজনকে খবর দেওয়া হয়েছে তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ