আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

বন্যার্তদের সহযোগিতায় তহবিল গঠনে জাবিতে শিল্প প্রদর্শনী

জাবি প্রতিনিধি:

সিলেট-সুনামগঞ্জ, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় দুর্গতদের সহযোগিতার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ‘আর্ট ফর লাইফ’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রদর্শিত শিল্পকর্মের বিক্রয়লব্ধ পুরো অর্থই ব্যয় করা হবে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বলে নিশ্চিত করেছেন চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফারহানা তাবাসসুম।

তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকের উচিত দেশের যেকোনো সমস্যায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো। আমাদের বিভাগের শিক্ষার্থীরা আসলে তাদের নিজেদের সেই দায়বদ্ধতা থেকে এমন একটি মহৎ কাজের উদ্যোগ নিয়েছে।’

আয়োজকদের একজন চারুকলা বিভাগের ৪২ তম আবর্তনের শিক্ষার্থী আসিফ বলেন, ‘দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের এই আয়োজন।

আমাদের এই প্রদর্শনীর সমস্ত অর্থ বন্যা দুর্গত অঞ্চলের মানুষের জন্য খরচ করা হবে। এখন পর্যন্ত ভালোই সাড়া পাচ্ছি আমরা। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরাও আসছেন আমাদের প্রদর্শনীতে। আশা করি আমরা একটা অর্থ বন্যা কবলিত মানুষের কাছে পৌঁছে দিতে পারব।’

শিল্প প্রদর্শনীতে ঘুরতে আসা শিক্ষার্থী অমিত কুমার বলেন, ‘দেশের এই সংকট কালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন উদ্যোগ নিয়েছে যা খুবই প্রশংসনীয়। তাদের শিল্পকর্ম গুলো খুবই নান্দনিক। তাদের এই উদ্দেশ্যে সফল হোক এই কামনা করি।’

গত বৃহস্পতিবার (২২জুন) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ২৯ জুন পর্যন্ত। শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ