আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

চাঁদপুরে নারায়ণগঞ্জ থেকে আসা লোকদের প্রবেশ না করতে দেয়ায় হামলা

 

ইব্রাহীম খলীল সবুজ – চাঁদপুর প্রতিনিধিঃ

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও ইউনিয়নে অন্য জেলা থেকে আসা লোকজন প্রবেশে বাঁধা দেয়ায় হামলার ঘটনা ঘটেছে। এতে মোশাররফ প্রধান (৪২) নামক এক যুবক গুরুতর আহত হয়েছে।
১২ এপ্রিল রবিবার সন্ধ্যায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা গ্রামে এ ঘটনাট ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,
করোনা ভাইরাসের কারনে ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকা থেকে যেন কোন লোক চাঁদপুর জেলা ও উপজেলায় প্রবেশ করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে এবং সকলের সহযোগিতা চেয়েছেন।তাই পুলিশকে সহায়তা করতে প্রত্যেক এলাকায় যুবকরা তথ্য দিয়ে সহযোগিতা করছেন। ঘটনার দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জ থেকে করোনা আক্রান্ত রুগীসহ লোকজন কাজিয়ারা গ্রামে প্রবেশ করেছে জানতে পেরে আশ্বিপুরের মোশাররফ সহ যুবকরা জানার চেষ্টা করে কারা কারা নতুন ওই গ্রামে প্রবেশ করেছে।

এ সময় ওই গ্রামের অজ্ঞাত বেশ ক’জন লাটিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এদের ওপর হামলা করে। এতে মোশাররফ গুরতর আহত হয়।

সংবাদ পাওয়ার সাথে সাথে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন,
করোনাা ভাইরাসের কারনে নারায়ণগঞ্জ এলাকায় ও ঢাকা থেকে যেন কোন লোকজন মতলবে আসতে না পারে সেজন্য এলাকাবাসী সক্রিয় ভাবে কাজ করতে গিয়ে এ সংঘর্ষ ঘটে। আমরা আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।
এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ