নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে দৈনিক জাগো জনতা অনলাইন ও দৈনিক আগামীর সংবাদ অনলাইন পত্রিকার সাংবাদিক ও তার পরিবারের উপর গত ১১ এপ্রিল বিকালে কুখ্যাত সন্ত্রাসী মোঃনয়ন মিয়া ও বাহিনী হামলা চালিয়ে ভাংচুর করে। করোনা ভাইরাসে অসহায় ও দরিদ্রদের ত্রাণ না পাওয়া নিয়ে সাংবাদিক মোশারফ সংবাদ প্রচার করার জেরে এই হামলার ঘটনা ঘটে বলে জানান মোশারফ। সন্ত্রাসী বাহিনী আবার ও হামলা করতে পারে বলে জানান মোশারফ এর পরিবার। হামলার ঘটনায় স্থানীয় থানায় বিষয়টি অবগতি করা হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ রয়েছে। সাংবাদিক মোশারফ জানান তিনি নরসিংদী জেলা পুলিশ সুপার বরাবর লিখত অভিযোগ দিবেন।