রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক –
ঢাকার ধামরাইয়ে ইটভর্তি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে খাদের ধানি জমিতে পড়ে চার জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাতেই সাভার উপজেলার আশুলিয়া থানার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
শনিবার রাত দুইটার দিকে আমতলা ষ্টার ইট ভাটা থেকে ইট ভরে ধামরাই এলাকায় আসার পথে শরিফভাগ আফাজ উদ্দিন স্কুল ও কলেজের উত্তর পাশে এসে দুর্ঘটনায় পতিত হয় বলে জানান ধামরাই সদর ইউপির চেয়ারম্যান ও ধামরাই সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন
চেয়ারম্যান শনিবার ভোরে আমাকে জানিয়েছিলেন দুর্ঘটনায় দুই জন মারা গেছে।
পরে সকালে সরজমিনে তদন্ত করে দেখা যায় কেউ মারা যায়নি। মুমূর্ষ অবস্থায় তাদের সাভার উপজেলার আশুলিয়া থানার একটি প্রাইভেট ক্লিনিকেে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলেও জানান চেয়ারম্যান সাহাবুদ্দিন।
দুঘর্টনার এ’সংবাদ পেয়ে ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর ধান খেত থেকে ইট ও ট্রাকটি উদ্ধার করা হয়।