রনজিত কুমার পাল (বাবু)
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির ত্রি- বার্ষিক কেন্দ্রীয় সম্মেলন – ২০২০ খ্রীস্টাব্দ ঢাকার রমনার দি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ স্হলে অনুষ্ঠিত হওয়ার পূর্ব নির্ধারিত চুড়ান্ত কর্মসূচি গ্রহণ করা হয়েছিল।
বর্তমান বিশ্বজুড়ে নোভেন করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবে ও এর সংক্রমণে প্রায় পনের লক্ষ লোক আক্রান্ত হয়েছে সেই সাথে প্রায় এক লক্ষ লোকের প্রাণহানি ঘটেছে।
পৃথিবীর প্রায় সকল লোক ঘরবন্দী অবস্থায় রয়েছে। বাংলাদেশও একই অবস্থা বিরাজমান থাকার কারণে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সরকারের নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রাখা ও করোনা ভাইরাস (কোভিড-১৯) রোধে দেশের সকল মানুষের প্রতি ঘরে থাকার আহবানে প্রতি সহমত পোষণ করে ৫ই এপ্রিল ২০২০ খ্রীস্টাব্দ উক্ত সংগঠনের সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক শ্রী সোমনাথ দে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে ফোনালাপ করে সহমত হয়ে আগামী ২৪শে এপ্রিল ২০২০ খ্রীস্টাব্দ নির্ধারিত কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন – ২০২০ খ্রীস্টাব্দ সাময়িক স্থগিত ঘোষণা করেন।
পরবর্তীতে দেশের অবস্থা পরিবর্তন সাপেক্ষে নতুন সূচি নির্ধারণ করে কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন করার আয়োজন করা হবে।
উল্লেখ্য কেন্দ্রীয় কমিটির জাতীয় সম্মেলন স্থগিত ঘোষণার বার্তাটি সমিতির অফিসিয়াল প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত চিঠি কেন্দ্রীয় কমিটির সকলকে সহ দেশের বিভিন্ন শাখা কমিটির নিকট বিভিন্ন মাধ্যমে প্রেরণ করা হয়েছে।