আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ধামরাইয়ে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর ৫৩৭ তম আবির্ভাব তিথি ও দোল উৎসব উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ

প্রেমপুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৭ তম আবির্ভাব তিথি. ও শ্রীকৃষ্ণের শুভ দোলপূর্ণিমা – দোল উৎসব উদযাপন উপলক্ষে –

ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির প্রাঙ্গণ থেকে সনাতনধর্মাবলম্বী যুবকদের উদ্যোগে হ্যাপি হোলি শ্লোগানকে প্রতিপাদ্য করে একে অপরকেআবীরের রঙে রাঙিয়ে যাক সবার দেহ ও মন, বন্ধুত্ব, সম্প্রীতি; ভালোবাসা এবং আনন্দময় উৎসবে মেতে উঠে সনাতনী যুব সমাজ সমন্বিতভাবে
আনন্দ শোভাযাত্রা র‍্যালি বের করা হয়।

আনন্দ শোভাযাত্রাটি কায়েতপাড়াস্হ ঐতিহাসিক যশোমাধব মন্দির থেকে শুরু করে ধামরাই বাজার হয়ে যাত্রাবাড়ি শ্রীশ্রী যশোমাধব মন্দির পদক্ষিণ করে গোপনগর মন্দির – নয়ানগর শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির হয়ে বড় বাজার ঐতিহাসিক সুপ্রাচীন শ্রীশ্রী দুর্গা মন্দির পদক্ষিণ করে বকুলতলা বিভিন্ন মন্দির – পূর্ব কায়েতপাড়া শ্রীশ্রী কালি মন্দির ও ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের মাধববাড়িঘাট এর মন্দির পদক্ষিণ শেষে পুণরায় কায়েতপাড়াস্হ ঐতিহাসিক শ্রীশ্রী যশোমাধব দেবের মন্দিরে এসে
র‍্যালিটি শেষ হয়।

সনাতনী সম্প্রদায়ের অন্যতম আনন্দময় রঙ্গিন উৎসব- শুভ দোলপূর্ণিমা।
সকল কৃষ্ণভক্ত গৌরভক্ত সহ সাক্ষাৎ বন্ধুদের সাথে
শুভ দোলপূর্ণিমার কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা বিনিময়
আবীরের রঙে রাঙিয়ে যাক সবার দেহ ও মন, বন্ধুত্ব, সম্প্রীতি; ভালোবাসা এবং আনন্দময় উৎসবে মেতে উঠুক সবাই- এটাই প্রত্যাশা আয়োজক সকল যুবকদের।

এ’সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সুকান্ত বণিক, দপ্তর সম্পাদক ও ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল বাবু, শ্রীশ্রী জগন্নাথ ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির ও আশ্রম কমিটির সভাপতি শ্যামল ঘোষ,সাধারণ সম্পাদক পরিতোষ পাল হনু,

যশোমাধব মন্দির কমিটির সদস্য অশোক কুমার পাল ভম্বল,ভজন সূত্রধর,কৃষ্ণ বণিক,
যুব সমাজের প্রতিনিধি – পাপন পাল
সন্তোষ সরকার,শ্রভ্র পাল ও অন্যান্য তরুনরা,
রক্তজবা তরুণ সংঘের সভাপতি তমাল ব্যানার্জী সহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ এতদ্ অঞ্চলের বিভিন্ন মন্দির কমিটির কর্মকর্তা -সদস্যবৃন্দ ও অগনিত ভক্তবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ