আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

শ্রীকৃষ্ণ ভক্ত সেবা সংঘ বাংলাদেশ এর পরিচিতি ও নামযজ্ঞ উৎসব উদযাপিত

রনজিত কুমার, নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার রমনার ঐতিহাসিক শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে মহাসাড়ম্বরে সমাপ্ত হলো শ্রীকৃষ্ণ ভক্ত সেবা সংঘ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির পরিচিতি (নামপ্রকাশ) অনুষ্ঠান ও

বিশ্বের সকল জীবের জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল মানবের সার্বিক কল্যাণ,মঙ্গল কামনায় দেশের খ্যাতনামা বিখ্যাত হরিনাম সংকীর্তনের দলের সমন্বয়ে পরিবেশনায়
২০ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ হরিনাম সংকীর্তন অনুষ্ঠান-২০২২ এর।

শুক্রবার (১ জুলাই -২০২২) সকাল দশটায় ঢাকার ঐতিহাসিক শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ কমিটির আয়োজনে শ্রীমদ্ভাগবত পাঠান্তে দুপুরে মহাপ্রসাদ বিতরন,

বিকেল তিনটায় শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ কমিটির সভাপতি শ্রী ভবতোষ দে এর সভাপতিত্বে কমিটির পরিচিতি অনুষ্ঠান, আলোচনা সভা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ’সময় শুভেচ্ছা বিনিময় শেষে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন কৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা শ্রী রাম প্রসাদ পোদ্দার, সংগঠনের সভাপতি শ্রী ভবতোষ দে, সাধারণ সম্পাদক শ্রী বিপ্লব চন্দ্র রায় (গোপাল) কার্যকরী সভাপতি শ্যামল চৌধুরী,

সিনিয়র সহ-সভাপতি শ্রী মনোরঞ্জন সাহা,কার্যকরী সদস্যবৃন্দ- সর্বশ্রী
বিদ্যুৎ কুমার গোপ,পরিতোষ ঘোষ,গৌতম বনিক,ভজন কুমার মিত্র,দয়াল কৃষ্ণ দাস,বিমল মন্ডল,খোকন বৈদ্য,সুজন দাস,

বিজয় কৃষ্ণ পাল,অজয় গোস্বামী, অটল কর্মকার,উৎপল মন্ডল, গৌতম সাহা,রতন বসাক রাজীব দাস ও চিত্ত রঞ্জন দাস, রমনা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি উৎপল সাহা প্রমূখ।

আমন্ত্রিত অতিথিদের বক্তব্য,শুভেচ্ছা বিনিময় শেষে ৫০১ সদস্য বিশিষ্ট কমিটির নামপ্রকাশ করে পরিচিত অনুষ্ঠান শেষে ২০ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস কীর্তনের পরই শুরু হয় শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় নামযজ্ঞ উৎসব-২০২২, শুক্রবার, শনিবার, ও রবিবার দিনরাত চলে নামযজ্ঞ উৎসব।

এ’নামযজ্ঞ উৎসবে নামসুধা পরিবেশন করেছেন শ্রী কৃষ্ণ ভক্ত সম্প্রদায় (খুলনা), শ্রী জয়গুরু সনাতন সম্প্রদায় (ফরিদপুর), শ্রী শচীনন্দন সম্প্রদায় (কুষ্টিয়া), শ্রী বন্কু বিহারী সম্প্রদায় (ঢাকা), শ্রী গৌরাঙ্গ সম্প্রদায় (খুলনা), শ্রী মিরার প্রভূজী সম্প্রদায় (লক্ষ্মীপুর),শ্রী গৌর বানী সম্প্রদায় (ঝিনাইদহ)।

সারা দেশের শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ কমিটির সকল সদস্যবৃন্দ ও কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ,বিশেষ করে
শ্রী পংকজ দেবনাথ এমপি, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল,ধামরাইয়ের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথ উৎসব পরিচালনা কমিটির দপ্তর সম্পাদক,

ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও
শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ কমিটির নবনির্বাচিত সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল (বাবু)ও এর শুভাকাঙ্ক্ষীগন,ভক্ত সংঘ বাংলাদেশ কমিটির সভাপতি ও অন্যান্য কর্মকর্তাগন,

ভক্ত সংঘ সোসাইটি কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক, বাংলাদেশ কৃষ্ণভাবনামৃত সেবা সংঘ,
মহাপ্রভূ তরুণ সংঘ সহ অগনিত ভক্তবৃন্দ এ’অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।

নামযজ্ঞ উৎসব শেষে শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ বাংলাদেশ কমিটির কর্মকর্তাগন বলেন এবং প্রত্যাশা করেন
সংগঠনের একান্ত শুভাকাংখী হয়ে ভক্তদের চরণধুলি মাথায় নেওয়ার ইচ্ছাটা পূরণ হলো।

সকল ভক্তবৃন্দ সংগঠনের সকল সদস্যবৃন্দকে আশির্বাদ করবেন, তারা যেন প্রতি বছর এমনিভাবে মহা আনন্দে বৈষ্ণবীয় মহাসন্মেলনের আয়োজন করতে পারেন। এবং এই সংগঠন যেন চির গতিশীল হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ