আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সাভারে লকডাউন পরিস্থিতি কে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনায় আহত: ৫

 

 

বিশেষ প্রতিনিধি: সিদ্দিকুল ইসলাম রিপন

সাভার উপজেলার, পৌরসভার ১ নং ওয়ার্ডের, নয়াবাড়ি, এলাকায় মোঃ আকবর আলী(৬২) এর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মোঃ আকবর আলীর অন্তঃসত্ত্বা পুত্রবধু সহ আহত হয়েছেন ৫ জন। আহতরা হলেন আকবর আলীর স্ত্রী রুবিয়া বেগম(৫০) আসিফ হোসেন(২৩) রিপন(২৪) শিমন(২২) ও আকবর আলীর অন্তঃসত্ত্বা পুত্রবধূ তাসলিমা(২২)। এ ঘটনায় সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে মোঃ আকবর আলীর বাড়ির জানালার গ্লাস ও বাড়ির ব্যবহৃত আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনার কথা মোঃ আকবর আলীর বাড়ির লোকদের কাছে জানতে চাইলে সাংবাদিকদের বলেন গোটা বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাস এর আতঙ্ককে রয়েছে এই মুহূর্তে জননিরাপত্তার স্বার্থে বাংলাদেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। কিন্তু একদল যুবক গতকাল সন্ধ্যায় আমার বাড়ির জানালার পাশে দাঁড়িয়ে উচ্চস্বরে হাসি ঠাট্টা করে আড্ডা দিতে থাকে এমতাবস্থায় তাদেরকে লকডাউন এর এই পরিস্থিতি বুঝিয়ে এত লোক একত্রিত হয়ে আড্ডা দিতে না করলে ১। সোহেল(২৬) পিতা মৃত কিতাব আলী, ২। শ্যামল( ৩৮) পিতা অজ্ঞাত, ৩। তুষার(১৯) পিতা হান্নান, ৪। শুভ (১৯), ৫। সোহান(১৮) উভয়ের পিতা ছায়েদ আলী, ৬। হান্নান (৪০) পিতা অজ্ঞাত, ৭। ছায়েদ আলী( ৪২) পিতা অজ্ঞাত। তারা আমাদের প্রতি ক্ষিপ্ত হইয়া ধারালো অস্ত্র দিয়ে আমাদেরকে যখম করার চেষ্টা করে ও আমাদের বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে নগদ (৩০) হাজার টাকা ও ৫২ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ও ৯০০০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন নিয়ে যায়। এই ঘটনার পর আমার পরিবারের আহত সদস্যরা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সাভার থানায় হাজির হইয়া একটি অভিযোগ দায়ের করেছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ