আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

২০২২ বিপিএলে প্রথম হ্যাট্রিক

মোঃ সাব্বির হোসেন :

টি টোয়েন্টি ক্রিকেট মানেই ব্যাটসম্যানদের রাজত্ব ও মার কাটারী ব্যাটিং। টি টোয়েন্টি ক্রিকেট এ চার ছক্কার বন্যায় ভেসে যায়।কিন্তু, এত সংখ্যক চার ছক্কার মাঝেও বোলাররা মাঝে মাঝে কিছু কারিশমা দেখান।হ্যাট্রিক এরকমই একধরনের বোলিং কারিশমা যা সচারাচর দেখা যায় না।

আজ এমনই এক কারিশমা দেখালেন বিপিএল এর রাতের ম্যাচে মৃত্যুঞ্জয় চৌধুরী।
আজ রাতের ম্যাচে চট্টগ্রাম ও সিলেটের ম্যাচে।
চট্টগ্রামের পক্ষে দলীয় ১৮ তম ওভারে হ্যাট্রিক করেন মৃত্যুঞ্জয় চৌধুরী।

হ্যাট্রিক পূরণ করতে প্রথম ইউকেট নেন
এনামুল হক বিজয়
দ্বিতীয় ইউকেট
মোছাদ্দেক হোসেন
ও তৃতীয় ইউকেট নেন
রবি বোপারা।

উল্লেখ্য, মৃত্যুঞ্জয় চৌধুরী ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ বিজয়ী দলের ফাস্ট বোলার ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ