আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং

ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনের তিন হাজার কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ

রনজিত কুমার পাল (বাবু) ঢাকা জেলা প্রতিনিধি 

করোনা নভেন (কোভিড-১৯) ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অঘোষিত লকডাউন পালিত হচ্ছে। ঘোষণা করা হয়েছে ২০ দিনের সাধারণ ছুটি। এ’সময় অতি জরুরী কাজ ছাড়া ঘরের বাহিরে বের না হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঘরে বাহিরে সামাজিক দূরত্ব বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। সরকারি নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় করোনার কারণে কর্মহীন হওয়া অতিদরিদ্রদের মাঝে ঢাকার ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোহাদ্দেছ হোসেন তার ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভাসহ উপজেলার চৌহাট, আমতা, বালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের তিন হাজার অসহায়, দুস্থ ও নিম্ম আয়ের মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।

রোববার( ৫ই এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চাল, আলু, পেয়াঁজ, ডাল, তেল, লবণ প্যাকেটজাতকরন করে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মোহাদ্দেছ হোসেন
এ’সময় উপস্হিত ছিলেন ধামরাই পৌরভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আবুল কাসেম রতন, পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম আরিফ প্রমূখ।

ত্রাণ বিতরণকালে ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন বলেন, স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশ মেনে চলুন। নিয়মিত হাতধোঁয়ার অভ্যাস গড়ে তুলুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন।
সবাই নিজ নিজ বাড়িতে অবস্হান করুন। নিজে নিরাপদ থাকুন অপরকে নিরাপদ রাখুন। করোনা ভাইরাসের প্রভাব যতদিন থাকবে ধামরাই উপজেলার প্রত্যেক ইউনিয়নের অসহায় ও দুস্থ ও নিম্ম আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে যাবো ইনশাল্লাহ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ