আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

অবশেষে সমাপ্ত হলো নাটকীয় গুচ্ছ পরিক্ষা

মোঃ সাব্বির হোসেন:

হাজারো নাটকীয়টার জন্ম দিয়ে শেষ
হলো প্রথমবারের মতো সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি ২০টি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা। আজ সোমবার (১ নভেম্বর) ‘সি’ ইউনিটের (বাণিজ্য)বিভাগের পরীক্ষার মাধ্যমে এই ভর্তি পরীক্ষা শেষ হয়।

এর আগে গত ১৭ অক্টোবর ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ও ২৪ অক্টোবর ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হয়। গুচ্ছের শুরু থেকেই হঠাৎ করে বিভাগ পরিবর্তন ইউনিট না রাখার সিদ্ধান্ত, পরীক্ষার মনোনয়নের জন্য সিজিপিএ বেশি রাখা, পরীক্ষার ফি বাড়িয়ে দ্বিগুণের অধিক করা, পরীক্ষা কেন্দ্র অনেকের নিজ নিজ এলাকায় না পড়া, কর্মদিবসে পরীক্ষা,

ফলাফলে অসামঞ্জস্যতা এবং অভিযোগ গ্রহণের নির্দিষ্ট কোন জায়গা না থাকায় শিক্ষার্থীদের নানান অভিযোগ ছিলো। তবে সব থেকে বড় অভিযোগ উঠে ‘বি’ ইউনিট মানবিক বিভাগের ফলাফল এ।

অনেক শিক্ষার্থী অভিযোগ করেন তাদের প্রত্যাশিত নম্বর তারা পাননি।অনেকের অভিযোগ তারা তাদের ওএমআর শিট এ যতগুলো প্রশ্নের উত্তর করেছেন ফলাফল এ তা কম দেখানো হয়েছে। কারও আবারও বেশি দেখানো হয়েছে।

অনেকে আবার কোনো প্রশ্নের উত্তর না করেও নম্বর পেয়েছেন। এমন হাজারো অভিযোগ ছিল পরিক্ষার ফলাফল নিয়ে।
কিন্তু, গুচ্ছ কমিটি বরাবরই অভিযোগ অস্বীকার করেছেন।

আজ সকল ইউনিটের পরিক্ষা শেষে গুচ্ছ কমিটি বলেছেন, এবারের ভুলগুলো পরের বছর সংশোধন করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ