আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ ইং

বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অবস্থান  তরুণীর

আরিফুল ইসলাম জয়, ভুরুঙ্গামারী প্রতিনিধিঃ

ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বারাইটারী গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। অবস্থান নেয়া ওই তরুণীর বাড়ি একই ইউনিয়নের ভূরুঙ্গামারী বাজার সংলগ্ন কামাত আঙ্গারীয়া গ্রামে। বিয়ের দাবিতে তরুণী অনড়।

প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া ওই তরুণী বলেন, ‘বারাইটারী গ্রামের নরেশ চন্দ্র করের পুত্র নিমাই চন্দ্র করের সাথে এক বছর পূর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কের বিষয়টি নিমাইয়ের পরিবারের নজরে এলে তারা তড়িঘড়ি করে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় নিমাইকে বিয়ে দেয়ার জন্য পাত্রী খুঁজে আশির্বাদ সম্পন্ন করে।আর নিমাই আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।

নিমাই অন্যত্র বিয়ে করছে খবর পেয়ে সোমবার বিকাল ৫ টার দিকে বিয়ের দাবী নিয়ে নিমাইয়ের বাড়িতে ঢোকার চেষ্টা করি। এসময় বাড়ির লোকজন বাধা দিলে নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজে নিমাইয়ের বাড়ির সামনে বসে আছি।’

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তরুণীর সাথে নিমাইয়ের প্রেমের সম্পর্কের সত্যতা পেলে নিমাইয়ের আত্মীয় স্বজনকে তরুণীর সাথে নিমাইয়ের বিয়ে দিতে বলেন। ঘটনাটি জানাজানি
হলে নিমাই কৌশলে আত্মগোপন করে।

নিমাইয়ের পরিবার বুধবার বিয়ের তারিখ নির্ধারণ করবে মর্মে আশ্বস্ত করলে বৃষ্টিতে ভিজে অসুস্থ হওয়া ওই তরুণীকে তার আত্মীয় স্বজনরা ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করায়।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, একটি মেয়ে বিয়ের দাবিতে তার প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এমন খবর শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। হিন্দু সম্প্রদায়ের নেতারা বিষয়টি মিমাংসা করার আশ্বাস দেয়ায় মেয়েটিকে তার অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ