আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

গঙ্গাচড়ায় সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় মানববন্ধন

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার জয়দেব বাইতুল আরশ জামে মসজিদের সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ এর ঘটনায় সংবাদ প্রকাশ পাওয়ায় ও গতকাল সোমবার বিকেলে পরিবার পরিচিতি (টিসিবি) কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে হতদরিদ্র পরিবারের মাঝে পণ্য বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ওয়াসিমুল বারী সিয়ামকে ইউনিয়ন পরিষদের কক্ষে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মোবাইল ফোন আছাড় মেরে ভেঙ্গে ফেলে ও মাইক্রোফোন ছিনিয়ে নিয়ে লাঞ্ছিত করার প্রতিবাদে ৬নং গজঘন্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা স্থানীয় সাংবাকিরা। আজ সকাল সাড়ে ১২ টার দিকে উপজেলার গঙ্গাচড়া বাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেন তারা। প্রথমে মানববন্ধন করেতে গেলে আভিযুক্ত চেয়ারম্যান লিয়াকত আলীর দলীয় লোকজন মানববন্ধনে বাঁধা দিলে পরে পুলিশি পাহারায় গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে মানববন্ধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক লাখোকন্ঠ ও দৈনিক প্রতিদিনের বার্তা পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুল বারী দুলাল,আমার সংবাদ ও প্রতিদিনের সংবাদ পত্রিকার বাবুল মিয়া, দৈনিক খোলা কাগজ ও আমাদের প্রতিদিন পত্রিকার প্রতিনিধি নির্মল রায় , আজকের পত্রিকার প্রতিনিধি আব্দুর রহিম পায়েল, জাতীয় অর্থনীতি পত্রিকার আজমীর শরীফ, বাংলাদেশ সমাচার পত্রিকার মিলন মিয়াসহ অন্যান্য সাংবাদিকরা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ