গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন রংপুরের গঙ্গাচড়ার কৃতি সন্তান ড. ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমান (৬২) আমেরিকার বিশ্ববিদ্যালয় থেকে সফলতার সঙ্গে পিএইচডি সম্পন্ন শেষে ‘অনারারি ডক্টর অব ইঞ্জিনিয়ারিং’ উপাধিতে ভূষিত হন। তিনি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামের মরহুম আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের দ্বিতীয় পুত্র সন্তান। ১৯৯৪ সালে ডুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং এ অনার্স মার্কসহ ৬ষ্ঠ স্টান্ড করেন। ১৯৮৪ সালে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন- ইঞ্জিনিয়ারিং ১ম বিভাগসহ ২য় স্টান্ড করেন। পরে ২০০৪ সালে পঞ্চগড় জেলার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ হিসেবে চাকুরীতে যোগদানের মাধ্যমে চাকুরীজীবন শুরু করে ধাপে ধাপে বদলী হয়ে পরবর্তীতে তিনি নিজ জেলা রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষের দ্বায়িত্ব সফলভাবে সম্পূর্ন করে অবসরে যান। তিনি একাধারে ১৮ বছর ৫ম গ্রেডে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। নিজের মেধা ও দক্ষতা দিয়ে একের পর এক সফলতার অর্জন অব্যাহত রেখে পেয়েছেন জাতীয় পর্যায় শ্রেষ্ঠত্বতের পুরস্কার, বিশেষ ভাবে উল্লেখ্য, তিনি কারিগরি শাখায় প্রতিষ্ঠান পর্যায়ে ২ বার এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে ১ বার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এর আগে তিনি কারিগরি শাখায় প্রতিষ্ঠান পর্যায়ে ৩ বার এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে ৩ বার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে কর্মরত প্রতিষ্ঠানকে সাফল্যের শ্রেষ্ঠ পর্যায়ে পৌঁছে দিয়ে এবার আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডক্টর অব ইন্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেছেন। সাংসারিক জীবনে তিনি ৩ সন্তানের জনক। এক ছেলে আমেরিকার ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পিএইচডিতে ৬ষ্ঠ তম বৎসরে অধ্যয়নরত। অন্য ছেলে ৩৮তম বিসিএস ক্যাডারে নিয়োগ পেয়ে পিডব্লিউডিতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। ছোট মেয়ে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত। উল্লেখ্য তার বড় ছেলের সহধর্মিণী ৪১তম বিসিএস ক্যাডারে (কৃষি) সুপারিশপ্রাপ্ত। দৈনিক আগামীর সংবাদ এর গঙ্গাচড়া উপজেলা প্রতিনিধি মো: ওয়াসিমুল বারী সিয়ামের আপন বড়আব্বা ড. ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমান।