আনিসুর রহমান দিপু, বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা জেলার সাভার উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে দ্বিতীয় ধাপে ত্রান সামগ্রী বিতরন করেন ‘সভার হিউম্যান হেল্পিং সোসাইটি ‘।
আজ ২ এপ্রিল (বৃহস্পতিবার) সাভারের শাহীবাগ, ডগরমোড়া, আইচানোয়াদ্দা এলাকায় দ্বিতীয় ধাপে শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবন ও হ্যান্ড সেনেটাইজার বিতরন করে সংঘটনটি।
এর আগেও (২৬ই মার্চ) হিউম্যান হেল্পিং সোসাইটি সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডে করোনা প্রতিরোধে গরিব ও অসহায় মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরন এবং শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করে। একইসাথে শাহীবাগের বিভিন্ন জায়গায় জীবানু নাশকারী স্প্রে ছিটানো হয়েছে বলেও জানা যায়।
এ বিষয়ে এলাকায় হিউম্যান হেল্পিং সোসাইটির প্রেসিডেন্ট তাজ খান নাঈম বলেন, করোনা ভাইরাসে যখন খেটে খাওয়া অসহায় মানুষগুলো কর্মহীন তখনই সাভার হিউম্যান হেল্পিং সোসাইটি গরীব দুঃখি মানুষগুলোর পাশে দাড়ানোর চেষ্টা করছে। আমাদের বিশ্বাস মানুষ মানুষের জন্য। এ সময় তিনি ‘সাভার হিউম্যান হেল্পিং সোসাইটির’ সকল সদস্যগনকে মেহনতী ও অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য ধন্যবাদ জানান।