আজ ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ ইং

আত্রাইয়ের লগিপুরের সজিব আজও ফিরে এলোনা

মোঃ ফিরোজ হোসাইন, নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ের লগিপুর থেকে আজ প্রায় ৪ বছর আগে হারিয়ে গিয়েছে সে ঠিক মতো কথা বলতে পারেনা সজিবের বয়স অনুমানিক ১১থেকে ১২ বছর ।

গ্রামের ছেলে মিয়েদের সাথে মিলে মিশে খেলা ধুলা করে সজিব প্রতদিন। নিজের ঠিকানা ভালো বলতে পারেনা সে, তার নাম জিজ্ঞাসা করলে বলে আমার নাম তদিব,মায়ের নাম হানিফা,বাড়ি তুরিপুর।

প্রতি দিনের মত পাড়ার সকল ছেলে মিয়ে খেলা ধুলা শেষে বাড়ি ফিরেছে সন্ধা ঘনিয়ে এলেও সজিব আসেনা ওর নানি সুফিয়া বিবি ডাকে সজিবরে..তারা তারি বাড়িতে আয় রাত হল, রাত যায় দিন যায় সজিব আর ফিরে এলোনা।

প্রায় দুই বছর পর খোঁজ মিলে ভারতের লেখক সুরুজ দাসের ফেচবুকে সজিবের ছবি, সজিব নাকি মানব পাচার কারীর মাধ্যমে ইন্ডিয়া পালিয়ে গেছে সেখান থেকে ইন্ডিয়ান পুলিশ ধরে নিয়ে মানসিক শিশু সদনে রেখেছে।

খোঁজ পেয়ে এলাকার মানুষ মানবতার খাতিরে বিভিন্ন ধরনের পরিচয় পত্র ও ছবি পাঠিয়ে দিয়েছে ইন্ডিয়াতে। কিন্তু আজও ফিরলো না ভারতে পাচার হওয়া সজিব ফিরলোনা তার দুখিনি নানির কাছে।

এলাকার মানুষের ও ছেলে মিয়েদের সকলের একটায় দাবি সজিব ফিরে আসুক সকলে কাছে এটাই সকলে কামনা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ