আজ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৪ ইং

নভেম্বরে এসএসসি পরীক্ষা এবং  এইচএসসি ডিসেম্বরে হতে পারে: শিক্ষামন্ত্রী

মোকাব্বির আলম সানি, নিজস্ব প্রতিবেদকঃ

করোনা মহামারি পরিস্থিতির ওপরভিত্তি করে আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।আজ বৃহস্পতিবার অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।সংক্ষিপ্ত সিলেবাসের ওপর ভিত্তি করে এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, যদি করোনা মহামারি পরিস্থিতি পরীক্ষা নেওয়ার উপযোগী না হয় তাহলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী জানান, সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে গ্রুপ ভিত্তিক তিনটি বিষয়ের ওপর শুধু নৈর্বাচনিক পরীক্ষার মাধ্যমে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। তিনি বলেন, চলতি মাস থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ১২ সপ্তাহে ২৪টি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। অ্যাসাইনমেন্টগুলো নেওয়া হবে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে। আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন হবে সাবজেক্ট ম্যাকিংয়ের মাধ্যমে। তিনি আরও বলেন, আর যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তবে অ্যাসাইনমেন্ট ও সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন হতে পারে। তখন আমরা এ বিষয়ে সিদ্ধান্ত জানাবো।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ