আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

ভারতে মন্ত্রিসভায় রদবদল, স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদকঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হওয়ার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল আনতে যাচ্ছেন। আর এই রদবদলে প্রথমেই পদ হারালেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে। আছেন শিক্ষামন্ত্রী পোখরিয়াল নিশাঙ্কও।
এই তালিকায় আরাে আছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ নিশাঙ্কসহ মন্ত্রিসভার ১২ সদস্য পদত্যাগ করেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ভারতের করোনার দ্বিতীয় ঢেউয়ের বিপর্যয় ধীরে ধীরে কাটিয়ে উঠার মধ্যে এলো নেয়া হলো এমন সিদ্ধান্ত
বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় মন্ত্রিসভার নতুন ৪৩ সদস্য শপথ নিতে পারেন বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার, এনডিটিভি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ