আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ ইং

দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন বাজার পরিদর্শন ওসি ও উপজেলা চেয়ারম্যান

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 

 

দোয়ারাবাজারে করোনা ভাইরাস আতংকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার পরিদর্শন, গণজমায়েত নিরুৎসাহিতকরণ,হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের খোঁজ নেওয়াসহ দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ও থানা পুলিশের জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত আছে।

শনিবার (২৮ মার্চ)দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডাঃআব্দুর রহিম ও থানার ওসি মোঃআবুল হাশেমের নেতৃত্বে করোনা ভাইরাস আতংকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার পরিদর্শন করা হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্য অতিরিক্ত দামে বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের সর্তক করা হয়। সুনামগঞ্জ জেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যথেষ্ট মজুদ রয়েছে তাই ক্রেতাদের আতংকিত না হয়ে প্রয়োজনের অতিরিক্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় না করার জন্য উপজেলা চেয়ারম্যান ডাঃআব্দুর রহিম আহবান জানান।

এছাড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে গণজমায়েত নিরুৎসাহিতকরণসহ জনগণের সচেতনতা বৃদ্ধিতে উপজেলার মহব্বতপুর বাজার,বগুলাবাজার,বাংলাবাজার,কলাউড়া মার্কেট ,চৌধুরীপাড়া বাজার,হকনগর বাজার,বালিউড়া বাজার,নরসিংপুর বাজার ,চাইরগাও বাজার ও নাছিমপুর বাজার পরিদর্শন ও দোকানে দোকানে সচেতনতামূলক আলোচনা করা হয়। সেই সাথে বাহিরে অযথা ঘোরাফেরা করা ব্যাক্তিদের কঠোরভাবে সতর্ক করা হয় এবং বিদেশ ফেরত কেউ সরকারী নিয়ম অমান্য করে বাহিরে আড্ডা দিতে আসলে পুলিশকে জানানোর জন্য সকলকে আহবান জানানো হয়।বাজারে ঔষুধের দোকান,নিত্যপ্রয়োজনীয়মুদি দোকান,সবজির দোকান ছাড়া সকল প্রকারের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে,প্রতি দোকানের সামনে তিনফুট দুরত্ব বজায় রাখার লক্ষে দাগ দিয়ে লাইন করার অনুরোধ করা হয়,বাজারে জরুরী মালামাল ক্রয় করার সাথে সাথেই বাজার ছাড়তে হবে আড্ডা দেওয়ার কোন সুযোগ নাই।

এছাড়াও বিদেশ ফেরত প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার ব্যাপারে খোঁজ নিয়েছেন দোয়ারাবাজার থানার ওসি মোঃআবুল হাশেম বলেন এক্ষেত্রে ব্যতিক্রম পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে।উপজেলার বাংলাবাজারের সবজি ব্যবসায়ীদেরকে হাসপাতাল মাঠে সবজি দোকান নিয়ে দুরত্ব বজায় রেখে ব্যবসার আহবান জানান,ব্যাটারী চালিত অটোরিক্সা বন্ধ রাখার জন্য বাংলাবাজার চেয়ারম্যান ও ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাষ্টার,মোজাম্মেল মেম্বার,ডাঃ সালাউদ্দিন,ডাঃমাহবুবুর রহমান,থানার এ এস আই বজলুল করিমসহ বিভিন্ন বাজার কমিটির সভাপতি,সেক্রেটারী ও ব্যবসায়ীবৃন্দ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ